প্রেস বিজ্ঞপ্তি:
২৪শের গণঅভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দল সাতক্ষীরা ছাত্র অধিকার পরিষদের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শুক্রবার বিকেলে সাতক্ষীরা জেলা অস্থায়ী কার্যলয়ে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাসানুর রহমান হাসান, সাধারণ সম্পাদ মোঃ আজিবুর রহমান, গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হাবিব, পেশাজীবি পরিষদের সভাপতি ঢালী হাফিজুর রহমান,
বাংলাদেশ ছাত্র অধিকার সাতক্ষীরা জেলা শাখার নব নির্বাচিত সভাপত শারাফাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রাজিব, গনঅধিকার পরিষদের সহ সভাপতি আবু রায়হান, জেলা প্রচার সম্পাদক রায়হান, ক্রিড়া সম্পাদক আরাফাত হোসেন, জেলা সহ সভাপতি আনিছুর রহমান আনিচ, কৃষি বিষয়ক সম্পাদক জিয়ারুল গাজী, যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক আল আমিন, যুব অধিকার পরিষদের যুগ্ন সম্পাদক খায়রুল আলম সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগত অতিথিরা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র অধিকার পরিষদের ভূমিকা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।