নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়ার নিজ বাড়ি থেকে সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেল চুরি হওয়ার পর ২০ দিনেও উদ্ধার হয়নি। তবে চোর সন্দেহে দক্ষিণ কাটিয়ার কুখ্যাত মাদক স¤্রাট নাহিদ বিশ^াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে কাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মোটরসাইকেলের মালিক সাংবাদিক আবুল কাসেম গত ০৫ মার্চ অজ্ঞাতদের আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১০/১০০।
নাহিদ বিশ^াস (৪৫) দক্ষিণ কাটিয়া এলাকার মৃত হাসু বিশ^াসের ছেলে। তার বিরুদ্ধে মাদক সেবন,বিক্রি,চুরি,ছিনতাইসহ একাধিক অভিযোগ স্থানীয়দের।
নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কাটিয়া এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, পিতা নাহিদ বিশ^াস ও ছেলে নিশান বিশ^াস (২২) এলাকার মুর্তিমান আতঙ্ক। দুই দশকেরও বেশি সময় ধরে এলাকার একটি পুকুর ঘাটসহ বিভিন্ন গোপন স্থানে গাঁজা,ইয়াবা,ফেন্সিডিল,হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রি ও দলবদ্ধভাবে সেবন করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া এলাকায় নারীদের উত্যক্তকরণ,যাকে-তাকে মারধর,বহিরাগতদের নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টিসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে নাহিদের বিরুদ্ধে। তবে স্থানীয় যুবলীগের এক নেতা ও আওয়ামী লীগের নেতা, সাবেক এক কাউন্সিলরের মদদে ধরাকে সরা জ্ঞান করতো নাহিদ। এত অপকর্মের পরও তার বিরুদ্ধে মামলা করার সাহস পেতনা কেউ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পিংকু মন্ডল জানান,‘‘ সাংবাদিকের বাড়ি থেকে মোটরসাইকেল চুরির সিসিটিভির ফুটেজ দেখে চোর সন্দেহে নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। ’’ অন্য সন্ধিঘœ আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান,‘‘ আমি সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছি। শুধু সাংবাদিকের মোটরসাইকেল চুরি নয়, অন্যান্য স্থানেও যে সকল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে, সে সকল ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’’
তিনি আরও জানান, সাংবাদিক আবুল কাসেমের মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেপ্তার নাহিদের বিরুদ্ধে এর আগে একাধিক মাদক মামলা রয়েছে।
উল্লেখ্য,গত ২১ ফেব্রুয়ারি রাতে ইন্ডিপেন্ডেন্ট টিভি, আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরার স্টাফ রিপোর্টার ও সংবাদদাতা আবুল কাসেমের কাটিয়াস্থ বাড়ি থেকে গ্রিল কেটে সিড়ি ঘরে রাখা ডিসকভার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।