নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামে দেওয়াল চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার ১৪ মার্চ দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দীন সানা বাগমারা গ্রামের মৃত ছাপের সানার পুত্র।
এসময় আহত হয়েছেন নিহতের ছোট ভাই বাগমারা বাজারের চা ব্যবসায়ী আছির সানা (৩৭)।
জানা গেছে, নিহত শাহাবুদ্দিন সানার ছোট ভাই কারিমুল সানা ঘর তৈরী করার জন্য বাড়িতে পূর্বের কাচা ঘর মাটির দেয়াল ভাঙ্গার কাজ করছিল।
অবসাবধানতা বশত শাহাবুদ্দিন সানা এবং আছির সানা দেওয়াল চাপা পড়ে। স্থানীরা তাদের কে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দু ভাইয়ের মধ্যে বড় ভাই শাহাবুদ্দীন সানার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বাড়ীতে শোকের মাতম চলছিল।
খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবির হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বড় ভাই মারা গেছে। ছোট ভাই বর্তমানে সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।