প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা পৌর শহরের কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট শফিুকুল ইসলাম খোকন।যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো: কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। অনুমোদিত এ্যডহক কমিটি আগামী ৬ মাসের জন্য গঠিত হয়েছে।
এ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা এ্যাড. সামছুল হকের বড় ছেলে। তিনি সাতক্ষীরা টেনিস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জেলা সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি ও বিগত জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া কমিটির অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন কামালনগর দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা ও সার্কিট হাউজ মোড়স্থ গাজী ইজিবাইক বাজার নামক ব্যবসায়ীক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোশাররফ হোসেন,শিক্ষক প্রতিনিধি হিসেবে গোলাম মূর্তজা ও সদস্য সচিব স্কুলের প্রধান শিক্ষক রোকসানা পারভীন।