নিজস্ব প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার তুফান মিলনায়তনে জাতীয়তাবাদী ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরা অঞ্চলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয়তাবাদী ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরা অঞ্চলের আহবায়ক শেখ সালাহ্উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, , সোনালী ব্যাংক যশোর শাখার জেনারেল ম্যানেজার ইকবাল কবির, সাতক্ষীরা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম ফারুক ফয়সাল, অগ্রনী ব্যাংকের এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার জিল্লুর রহমানসহ অন্যরা।
জাতীয়তাবাদী ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরা অঞ্চলের সদস্য সচিব নাছির উদ্দীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, আল মামুন প্রমুখ।