নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ রমজান সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে (শহীদ মিনারের সামনে) এক মনোমুগ্ধকর পরিবেশে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ গত ১৭ বছর ধরে কলেজ ক্যাম্পাসে এমন কোনো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়নি। এই বিশেষ আয়োজনে কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ, বিএনপি, অঙ্গ সংগঠন ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে রমজান মাসের পবিত্রতা ও ইসলামের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়, এরপর সকলের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। ইফতার শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে নিহত হওয়া সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এসময় ছাত্রদলের নেতারা বলেন, এই মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ছাত্র সমাজের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠার একটি মাধ্যম। তারা সকলের প্রতি আহ্বান জানান, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রেখে কাজ করার জন্য।
এই ১৭ বছরের দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হওয়া ইফতার মাহফিল সবার মধ্যে আনন্দ এবং উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। উপস্থিত সকলেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে, যা ছাত্র-ছাত্রীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করবে।