দীর্ঘদিন পর আলিপুর (বুড়ির পুকুরকান্দা) আহলে হাদিস জামে মসজিদ এর পূর্ণাঙ্গ মসজিদ কমিটি গঠিত হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ উক্ত কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সভাপতি আলহাজ¦ মো: আব্দুস সালাম, সহ-সভাপতি আতিয়ার রহমান শেখ, আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক নেজামউদ্দিন সরদার, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আজগর আলী, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, সহ-অর্থ সম্পাদক রবিউল ইসলাম, পলাশুর রহমান, তুহিন, অডিট প্রধান হাবিবুল্লাহ বাহার, অডিট সি:সহকারী বিল্লাল হোসেন, অডিট সহকারী মস্তাহিদুল ইসলাম, সদস্যযথাক্রমে খায়রুল ইসলাম, আব্দুর রহমান বাবু, অহিদুজ্জামান সিদ্দিক, মাহবুবর রহমান টুটুলসহ ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি। এছাড়া ৯ জনের উপদেষ্টা পরিষদ রয়েছে।
২৮ মার্চ বাদ জুম্মা উপস্থিত মুসুল্লীদের সম্মুখে উক্ত কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটির অনুলিপি সাতক্ষীরা জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। এর আগে গত ২৩ মার্চ ২৫ তারিখে রেজুলেশনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে ২৫ মার্চ প্রধান উপদেষ্টা অন্যান্য নেতৃবৃন্দ কমিটির অনুমোদন দেন।###