সাতক্ষীরা সদর উপজেলার ছাতিয়ানতলায় বন্ধু সমাজ কল্যাণ ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে। সামাজিক, অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন হিসাবে ৪ এপ্রিল ২০২৫ বিকালে সদর উপজেলার ছাতিয়ানতলায় আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ হাসানুজ্জামান হাসান।
প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াত ইসলামের আমির সরকারি অধ্যাপক মোঃ ইকবাল হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল বাশার, সাবেক ছাত্রনেতা মোঃ ফারুক হোসেন, থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাকিবুজ্জামান সাকিব, দেবনগর ওয়ার্ডের জামায়াতের আমির মাওলানা আবু জাফর। বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক অপূর্ব হাজরা, সদস্য সচিব শামীম আহমেদ।
উপস্থিত ছিলেন সদস্য আব্দুল্লাহ আল মামুন, হাফিজুল গাজী, রোকনুজ্জামান, আব্দুর রশিদ, নূর হোসেন, হাসান গাজী, বাবলু রহমান, শিক্ষক রতন কুমার, সঞ্জয় কুমার, বাসুদেব কুমার প্রমূখ। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপ্নসিঁড়ির সভাপতি নাজমুল হক। প্রেস বিজ্ঞপ্তি