নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা মধু আহরনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৭ এপ্রিল বুড়িগোয়ালিনি ফরেস্ট প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনি খাতুন।
বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি শ্যামনগর আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির,বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান হাজি নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জিসহ অন্যরা।
স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোশারফ হোসেন। ২০২৪-২৫ অর্থ আছে ১৫০০ কুইন্টাল মধু এবং ৪০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। আলোচনা সভার শেষে অতিথিবৃন্দ মৌয়ালদের সঙ্গে বনের ভিতরে গিয়ে মধু সংগ্রহের উদ্বোধন করেন।
উল্লেখ্য: পহেলা এপ্রিল থেকে মধু সংগ্রহের পাশ দেওয়া শুরু করলেও পবিত্র ঈদ উল ফিতরের কারনে ৭ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।