নিজস্ব প্রতিনিধি : ইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছা: আনজুমা খাতুনের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৫ এপ্রিল সকালে বিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক শেখ কামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা গাজী আবুল কাশেম, অভিভাবক-শিক্ষক পর্ষদের সভাপতি সায়েম ফেরদৌস মিতুল, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সন্তোষ কুমার রায়, আয়েন উদ্দীন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাও: রুহুল আমিন, সদস্য আইয়ুব আলী প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ###