আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
রূপান্তরের ইয়ুথ ফর সুন্দরবন আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও ইয়ুথ ফর সুন্দরবনের আহবায়ক কর্ণ বিশ্বাস কেডির সঞ্চালনায় অনুষ্ঠানে আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জার্নালিজম ফর সুন্দরবন জেলা উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, প্রেস ক্লাব সেক্রেটারী ও জার্নালিজম ফর সুন্দরবন জেলা যুগ্ম আহবায়ক এস কে হাসান, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।
গণশুনানী চলাকালে বিভিন্ন ইউনিয়নের সুশীল সমাজ প্রতিনিধি, বাজার কমিটির সদস্য, জন প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি প্লাস্টিক ও পলিথিন দুষণ রোধে সমস্যা ও করনীয় নিয়ে কথা বলেন এবং প্রধান অতিথি তাদের কথা মনোযোগ ও ধৈর্য সহকারে শ্রবণ করে তাদের উদ্দেশ্যে কথা বলেন।