নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৯শ কেজি অপরিপক্ক ক্যামিক্যাল মিশ্রিত গোবিন্দভোগ আম জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় আটক করা হয়েছে এক ব্যবসায়ীকে। আটক ব্যবসায়ী আব্দুল্লাহ গাজী(৪৫) দেবহাটা উপজেলার গরাণবাড়িয়া গ্রামের আহমাদ আলীর ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বাঁকাল স্কুল মোড়ে একটি পরিবহন থেকে এসব আমজব্দ করা হয়। দেবহাটা উপজেলা থেকে পরিবহনে করে বগুড়া ও রংপুরে নেওয়ার নেওয়া হচ্ছিল এসব অপরিপক্ক আম।
সদর উপজেলার কমিশনার (ভূমি) অতীশ সরকার জানান, পরিবহন যোগে অপরিপক্ক আম দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে ৯শ কেজি অপরিপক্ক আম জব্দ করা হয়। আটক করা হয় ব্যবসায়ীকে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দকৃত আম রুলার দিয়ে বিনষ্ট করা হয়। এছাড়া ব্যবসায়ীকে ২০ হাজার জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, ক্রেতাদের অব্শ্যই জেলা প্রশাসনের আম ক্যালেন্ডার দেখে আম ক্রয় করা উচিত। তা না হলে ক্যামিক্যাল মিশ্রিত আম ক্রয় করে ঠকতে হবে। স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে।