নিজস্ব প্রতিনিধি :
সার্চ কমিটি বাতিলের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৯ মে) বিকালে শহরের সঙ্গীতা মোড় থেকে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটাগাছা হাটের মোড়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।
বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি নেতা গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদীর স্বপন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আতাউর রহমান, জেলা শ্রমিক দলের রেজাউল ইসলাম রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহাসিন আলম, লাবসা ইউনিয়ন বিএনপির বাবু, বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র আব্দুল্লাহ আল মামুন, ধুলিহর ইউনিয়ন বিএনপির রুবেল হোসেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির জাকির হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির ডিউক, বল্লী ইউনিয়ন বিএনপির মেম্বার রবিউল ইসলাম, কুশখালী ইউনিয়ন বিএনপির পলাশ, আগরদাড়ী ইউনিয়ন বিএনপির আব্দুল করিম মাস্টার, বৈকারী ইউনিয়ন বিএনপির ডা. আব্দুল গফুর, ঘোনা ইউনিয়ন বিএনপির সোহরাব হোসেন, আফসার আলী, ভোমরা ইউনিয়ন বিএনপির মোজাম্মেল হক, লাল্টুসহ সদর উপজেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্টের আগে যারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারাই আজ বিএনপির সার্চ কমিটির সদস্য। তাছাড়া, আওয়ামী লীগের ক্যাডার এবং দোসরদের নিয়েও ওই সার্চ কমিটি গঠন করা হয়েছে। অনতিবিলম্বে এ সার্চ কমিটি বাতিল না করলে আমরা জেলা বিএনপির বিরুদ্ধে মাঠে নামবো।