নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটার মানিকহারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ সম্পত্তি থেকে অবৈধভাবে গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
জানাগেছে, পাটকেলঘাটা মৌজার এস এ ৪৬৬ নং খতিয়ান, আর এস ১২৪৮ খতিয়ানে ৪৭০১ দাগে ২০১৮ সালে শহীদুল ইসলামের কাছ থেকে ২শতক সম্পত্তি ক্রয় করেন মানিকহার গ্রামের মৃত শাহাজান মল্লিকের পুত্র মনজুর কাদীরগং। উক্ত সম্পত্তির এস এ মালিক ছিলেন মৃত সতীশ চন্দ্র পাল। পৈত্রিক সূত্রে উক্ত সম্পত্তি প্রাপ্ত সতীশের তিনপুত্র তারক চন্দ্র পাল, মানিক চন্দ্র পাল ও কার্তিক চন্দ্র পাল প্রাপ্ত হন। ২০০৪ সালে মানিক চন্দ্র ও কার্তিক চন্দ্র তাদের অংশ থেকে ১শতক সম্পত্তি তাদের বড় দাদা তারকের কাছে বিক্রয় করেন। তারক চন্দ্রপালের পৈত্রিক দখলীয় সম্পত্তিতে গাছপালা থাকা অবস্থায় তার অংশ থেকে ২ শতক সম্পত্তি ২০১৭ সালে শহীদুল ইসলামের নিকট বিক্রয় করেন। শহীদুল ইসলাম পরবর্তীতে মনজুর কাদীর গংয়ের নিকট বিক্রয় করেন।
এদিকে শহীদুল ইসলামের নিকট থেকে সম্পত্তি ক্রয়ের পর মনজুর কাদীর ভোগ দখল করে আসছিলেন। উক্ত সম্পত্তি সড়কের পাশে হওয়ায় একই এলাকার মৃত গহর আলীর পুত্র মোস্তফা সরদারের কু নজর পড়ে। এর জের ধরে কৌশলে অবৈধভাবে দখলের পায়তারা চালাতে থাকলে ভুক্তভোগী মনজুর কাদীর আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। আদালত উক্ত সম্পত্তিতে নিষেধাজ্ঞাও দিয়েছেন। কিন্তু গত ১২ মে ২৫ তারিখে মোস্তফা সরদারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ বাহিনী ওই সম্পত্তিতে প্রবেশ করে সেখানে থাকার প্রায় অর্ধলক্ষ টাকার মেহগুনি গাছ, বোলা গাছ, খেজুর গাছ, পাকড়া সহ বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে নিয়ে যায়। এঘটনায় একটি ফৌজদারির মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী মনজুর কাদীর। এবিষয়ে অভিযুক্ত মোস্তফা সরদারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।