নিজস্ব প্রতিনিধি: সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতি ও জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির যৌথ আয়োজনে এবং কদমতলা বাজার কমিটির সার্বিক সহযোগিতায় কদমতলা বাজারস্থ সাতক্ষীরা-যশোর মহাসড়কে জেলা ভুমিহীন সমিতির সহ সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জাতীয়তাবাদী জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা এডভোকেট খগেন্দ্রনাথ ঘোষ, জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজীর, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সদস্য সচিব মুনসুর রহমান, আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আঃ রাজ্জাক, জেলা ভুমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা,
মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, নাজমা আক্তার নদী, শাহানারা খাতুন রিনা, পানি কমিটির সদস্য আসাদুল ইসলাম প্রমূখ। পথসভায় প্রশাসন ও সরকারের কাছে ভুমিহীন মুক্ত জেলা ঘোষনা বাতিল করে হতদরিদ্র উচ্ছেদকৃত ভুমিহীনদের ও ভুমিহীনদের পুনঃ বাসনসহ জলবদ্ধতা নিরসন, টেস্টাইল মিল চালু, ড্রেন সংস্কার, কদমতলা বাজারস্থ মাছ বাজার চাননি নির্মাণ, কাঁচা বাজার চাননি ছাউনি সংস্কার, কদমতলা বাজার চত্বরে ডাস্টবিন স্থাপন ও নদী খাল সংস্কারের দাবি জানান বক্তারা।