সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা রোববার বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় সম্পাদকমণ্ডলী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়্। এছাড়া সকল সদস্য একমত হন যে, প্রেসক্লাবে কথিত দখলদার কমিটি সাধারণ সভার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠার ব্যর্থ চেষ্টা করেছেন। সাধারণ পরিষদের সভা কমপক্ষে ৭দিনের নোটিশে ডাকার বিধান থাকলেও ২দিন আগে নোটিশ করা হয়েছে।
এছাড়া ৫১ ভাগ সদস্যের উপস্থিতিতে সাধারণ সভার কোরাম পূরণ হওয়ার বিধি থাকলেও সদস্য উপস্থিত ছিলেন ৯৬ জনের মধ্যে মাত্র ২৩ জন, যাদের অধিকাংশই সাংবাদিকতার সাথে যুক্ত নন।এমন সভায় কোনরুপ সিদ্ধান্ত গ্রহণ তো দূরের কথা,মুলতবী ঘোষণার বিধান থাকলেও তারা তা মানেননি। এমনকি তাদের পুরণো অভ্যাসমতো সদস্যদের মিটিংয়ে উপস্থিত দেখানোর নামে ভয়ভীতি দেখিয়ে রেজুলেশন খাতায় স্বাক্ষর করানোর চেষ্টা করছেন।
সভায় দখলদার কমিটির কাজে ও কথায় কারো বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তি