নিজস্ব প্রতিনিধি : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে (২৩ মে) বিকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত।
সভায় সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসুচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন, টিডিএইচ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার সুরোজিৎ কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদরের সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার।
প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি, দেবহাটা ও সাতক্ষীরা সদর উপজেলার মোট ১৫ টি ইউনিয়নে কাজ করবে।
আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, দৈনিক প্রথম আলো’র কল্যাণ ব্যানার্জী, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।