কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়ায় পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা দেয়া হয়েছে। ঈদের পরদিন এ উপলক্ষ্যে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমদ স্বপন। প্রধান বক্তা ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী, ব্যাংকার আব্দুর রউফ ও আব্দুল ওহাব, ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা আব্দুল লতিফ, সাবেক ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ, বিকেবি কর্মকর্তা ইমদাদুল হক বাবলু ও পুলিশের এসআই শাহিন সাহাজান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব আ. হামিদ, ইউপি সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
পূর্ববর্তী পোস্ট