আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরের একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামের একটি মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।
স্থানীয়রা জানান, সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামের নিরঞ্জন মিস্ত্রির মৎস্য ঘেরে স্থানীয় এলাকাবাসী অজ্ঞাত ওই ব্যক্তির লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই ব্যক্তির গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
পূর্ববর্তী পোস্ট