আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনিতে বিদুৎ স্পৃষ্টে এক গৃহবধূ নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কুল্যা ইউনিয়নের আর,আর কাদাকাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর নাম ময়না খাতুন (২৮)। তিনি ওই গ্রামের আফাজ উদ্দীনের স্ত্রী।
স্থানীয়রা জানান, ময়না খাতুনের স্বামী আফাজ উদ্দীন গতকাল (বৃহস্পবিার) সাতক্ষীরার ওয়ালটন শো রুম থেকে একটি ফিরিজ কিনে নিয়ে যান। ওই ফিরিজটি আজ শুক্রবার সকালে বিদ্যুতের লাইন লাগানো অবস্থায় ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করছিলেন গৃহবধূ ময়না খাতুন। এ সময় হটাৎ অসাবধান বশতঃ বিদ্যুতের তারে ওই ভিজা কাপড় লাগলে ঘটনা স্থলেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন এ ঘটনাটি নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট