বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার মাছখোলা ব্রেড অব লাইফ চার্চে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক সমন্বয় সভা ও কাউন্সেলিং অনুষ্ঠানে উক্ত কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি মিঃ অমাল ব্যানার্জি, সিনিয়র সভাপতি রেভাঃ নেলসন দাস, সহ-সভাপতি সুশান্ত বিশ^াস, পা: রণজিত বিশ^াস, সাধারণ সম্পাদক মিঃ যোসেফ খাঁ খাঁ, যুগ্ম সম্পাদক বিধান সরকার, মিলন বিশ^াস, ডমিনিক বিশ^াস, সাংগঠনিক সম্পাদক রেভাঃ থিয়ফিল গাজী,কোষাধ্যক্ষ জয়দেব দাশ, সহ-কোষাধ্যক্ষ মুকন্দ দাস।
অনুষ্ঠানে খ্রিস্টান সমাজ ও খ্রিস্টবাসীর কল্যাণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাদার সেরজো, জেলা কমিটির সভাপতি নোটাঃ মিঃ স্বপন বৈরাগ,সাধারণ সম্পাদক মিঃপৌল সাহা,রেভাঃ থিয়ফিল গাজী, রেভাঃ প্রদুত সরকার,মি: মানিক সরকার,নবম নবনির্বাচিত সভাপতি অমাল ব্যানার্জি, সিনিয়র সভাপতি রেভাঃ নেলসন দাস,সাধারণ সম্পাদক মিঃ যোসেফ খাঁ খাঁ।##