শ্যামনগর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে শ্যামনগর উপজেলা সদরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক সোলায়মান কবির, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর পৌর বিএনপির সদ্য সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু।
সমাবেশ পরিচালনা করেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও নুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর।
সমাবেশে বক্তারা বলেন, বিগত দিনে আপনারা আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। আগামী নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে। সেই ভোটে তারেক রহমানের মনোনীত ধানের শীষের প্রার্থীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়ী করবেন।
সমাবেশ শেষে শ্যামনগর মাইক্রোবাস স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় শ্যামনগর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।