শ্যামনগর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্যামনগর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গেট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেসি কমপ্লেক্স মার্কেটের সামনে এক আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আঃ ওয়াহেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির অন্যতম নেতা গাজী শাহ আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক আবু সাইদ, মোঃ আমজাদুল ইসলাম, জহুরুল হক আপ্পু, আজিজুর রহমান আজিবর, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নূরজাহান পারভীন ঝর্ণা, শহিদুজ্জামান শহিদ, মোঃ আইয়ুব আলী, মাহবুব খোকন, আঃ মতিন, খাঁন আঃ সবুরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ জুলফিকার সিদ্দিক, কৃষক দলের সাবেক সদস্য সচিব মোঃ ইয়াসিন আরাফাত, মৎস্যজীবি দলের সভাপতি মোঃ হাবিব হোসেন সেলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, সদস্য সচিব মোঃ আল মামুন, কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত ও সদস্য সচিব মোঃ মাসূদ পারভেজসহ বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রা ও সমাবেশে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে ঘিরে শ্যামনগরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তিকে নতুন করে দৃশ্যমান করে তোলে।