আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের পরামর্শঃ স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা (এলএপিএ) প্রণয়ন সমস্যা ও সমাধান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের সহায়তায় সমস্যা ও সমাধান অনুমোদন করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইন্টার ন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এর অর্থায়নে, উত্তরণের বাস্তবায়নে, লোকাল এ্যাডাপশান প্লান এন্ড এ্যাকশান (এলএপিএ) ডেভলপমেন্ট ইন দ্যা পটুয়াখালী এন্ড সাতক্ষীরা ডিস্ট্রিক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
প্রকল্প প্রধান হাসান আব্দুল্লাহ রাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমস্যা এবং প্রস্তাবিত সমাধানের খাত ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন, প্রজেক্ট ম্যানেজার আল আমিন মোল্যা। অনুষ্ঠানে পানি সম্পদ, দুর্যোগ, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, কৃষি, মৎস্য, জলজ কৃষি ও প্রাণি সম্পদ, পরিবেশ, জলাভূমি ও জীব বৈচিত্র খাতসমূহের উপর সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।
অন্যদের মধ্যে আলোচনা রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, ভেটেরিনারী সার্জন ডাঃ আঃ সালাম, ইয়াহিয়া ইকবাল, হাফিজুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের সহায়তায় উত্থাপিত সমস্যা ও সমাধান অনুমোদন প্রদান করা হয়। কর্মশালায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, একাডেমীক সুপার ভাইজার, আনসার ভিডিপি কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও স্টেকহোল্ডারবৃন্দ অংশ নেন।