ডেস্ক রিপোর্ট : জলবায়ু সহনশীল নগর গঠনের দাবির মধ্যদিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়ে গেল উপকূলীয় যুব জলবায়ু সম্মেলন ২০২৫।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডেজিনাস নলেজ (বারসিক) এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে জরুরী উদ্যোগ গ্রহণ, নগরের তাপদাহ কমানোর জন্য প্রচুর বৃক্ষরোপণ, শহরের ভিতরে পার্ক, খেলার মাঠ, উদ্যান সবার জন্য উন্মুক্তকরণ, শিক্ষার্থীদের চলাচলের জন্য আলাদা সাইকেল লেনের ব্যবস্থাকরণ, নগরের নি¤œ আয়ের মানুষের আবাসন নিশ্চিতকরণ, নি¤œ আয়ের মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তকরণ, যুবদের জন্য কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিতকরণ, নগরের নি¤œ আয়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড প্রদান এবং নগরের উন্নয়ন পরিকল্পনায় যুবদের যুক্ত করার সুপারিশ করা হয়।
সম্মেলনের প্রথম পর্বে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে জলবায়ু সংকট ও তরুণদের নগর সংস্কার বিষয়ে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয়ন কমিটির সহসভাপতি অধ্যাপক মোজ্জাম্মেল হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, নগর গবেষক জাহাঙ্গীর আলম, নৃবিজ্ঞানী শহীদুল ইসলাম, সাংবাদিক এসএম বিপ্লব হোসেন, যুব প্রতিনিধি সিফাত হোসেন, নিশিতা, ইমতি জামিল।
দ্বিতীয় পর্বে পরিবেশ কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে পরিবেশ বান্ধব সবুজ নগর গঠনে যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, গবেষক আমরীন বিনতে আজাদ, যুব সদস্য সাঈদুল ইসলাম, ই¯্রাফিল হোসেন, ইফতি জামিল, মেহতাহুল জান্নাত মাহি ও তহুরা খাতুন লিলি।
তৃতীয় পর্বে পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে নগরের প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাংবাদিক গোলাম সরোয়ার, যুব প্রতিনিধি তামিম রোহান, মাবিয়া জান্নাত, গৃহকর্মী জাহানারা খাতুন, ভ্যান চালক আব্দুর রহমান প্রমুখ।
সবশেষে নগরের জলবায়ু সংকট নিয়ে বিশেষ প্রতিবেদনের জন্য ঢাকা টাইমসের হোসেন আলী, দৈনিক পত্রদূতের আসাদুজ্জামান সরদার ও ডিবিসি নিউজের এম বেলাল হোসাইনকে বারসিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত করা হয়।
এর আগে জলবায়ু সুবিচারের দাবিতে সাতক্ষীরা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। #