নিজস্ব প্রতিনিধি : দলিল প্রতি ছয়শত টাকা জোর পূর্বক আদায়ের অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদর রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকদের বিরুদ্ধে। সাংবাদিকদের নামেও তোলা হচ্ছে এসব অর্থ। টাকা আদায়ের বিষয়টি অস্বীকার না করলেও দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ বলেন এটি আমাদের লেখার খরচ হিসেবে নেওয়া হচ্ছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দলিল লেখক সমিতির কয়েকজন সদস্য জানান, বর্তমান কমিটি দায়িত্ব নিয়েই দলিল প্রতি ছয়শত টাকা আদায়ের মিশনে নেমেছেন। ওই টাকার মধ্যে লেখক দুইশ টাকা সমিতি, দুইশ টাকা সাংবাদিক একশ টাকা, মসজিদ পঞ্চাশ টাকা এবং ভিন্ন দলের চাঁদা পঞ্চাশ টাকা।
রেজিষ্ট্রি অফিস সূত্রে জানা গেছে, কয়েকজন দলিল লেখক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে রাম রাজত্ব কায়েম করে চলেছে রেজিস্ট্রি অফিসে। প্রতিদিন সাংবাদিকদের নামে উত্তোলিত এসব অর্থ চলে যায় ওই সব ব্যক্তিদের পকেটে।
তবে এবিষয়ে সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রার অনামিক বাবু বলেন, এ ধরনের অভিযোগ আমার কাছে আসেনি। আপনার মাধ্যমে প্রথম শুনেছি। আমি খোজ নিচ্ছি আপনারাও আরো বেশি খোজ নেন। প্রমান পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন ছয়শ টাকা আদায়ের বিষয়টি স্বীকার করে বলেন, এটি আমাদের লেখার খরচ। তবে বন্টনের বিষয়টি সঠিক নয় বলে জানান। ##
পূর্ববর্তী পোস্ট