দেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় গ্রেফতার করানোর অভিযোগ উঠেছে স্থানীয় কতিপয় সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার।
রোববার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, দেবহাটা উপজেলার বদরতলা গ্রামের আব্দুল করিম পাড়ের স্ত্রী জরিনা খাতুন।
লিখিত অভিযোগে তিনি বলেন, আমার স্বামী একজন বৃদ্ধ অসুস্থ মানুষ। তিনি প্রতিদিনের ন্যায় গত ১২ সেপ্টেম্বর আমাদের বাড়ির সন্নিকটে নিজেদের ঘেরে অবস্থান করছিলেন। ঐ দিন বিকাল ৪টার দিকে মৃত জবেদ আলীর পুত্র রাজ্জাক, মৃত সোবহানের পুত্র রিয়াজ, আবদার গং বাড়িতে ঢুকে আমার স্বামীকে খোঁজ করতে থাকলে আমি বলি তিনি ঘেরের বাসায় আছেন। তখন বাড়ির সামনে বিচলি গাদায় রিয়াজ পলিথিনে মোড়ানো লম্বা কি যেন রাখলো, আমি জিজ্ঞাসা করলাম তোমরা ওখানে কি রাখছো? তখন তারা ওখান থেকে সরিয়ে নিয়ে বাহিরের টয়লেটে গোপনে ওটা রেখে দিলো। আমরা জিজ্ঞাসা করতেই বাহির থেকে দরজা লাগিয়ে দিলো এবং বলতে লাগলো বেশি বাড়াবাড়ি করলে কিছু পা ভেঙ্গে হাতে ধরিয়ে দিবো।
তার কিছুক্ষণ পরেই আসরের আযান পড়লে আমার স্বামী ঘেরের বাসা হতে বের হয়ে মসজিদে নামাজ পড়ার জন্য আসলে পথিমধ্যে রিয়াজ ডাক দেয়। তখন আমার স্বামী বলে আমি ওদিকে যাবো না মসজিদে নামাজের সময় হচ্ছে নামাজ পড়তে যাবো। ঠিক তখনি গাজীরহাট আজিজের নেতৃত্বে প্রায় ১০/১২ জন পুলিশ এসে আমার স্বামীর হাত ধরে আটক করে বললো তোমার বাড়িতে অস্ত্র আছে চলো দেখবো। তখন তারা পুলিশ নিয়ে তাদেরই রাখা অস্ত্র বাথরুম থেকে বের করে আনলো। এভাবে সিনেমা স্টাইলে নাটক সাজিয়ে আমার বৃদ্ধ এবং অসুস্থ স্বামীকে মিথ্যা অস্ত্র মামলায় জেলে পাঠিয়েছে।
তিনি আরো বলেন, আজিজ নোড়ারচক এলাকায় ঘের দখল করার জন্য এহেন সাজানো নাটক সাজিয়ে আমার নিরীহ স্বামীকে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসিয়েছে। অথচ তার বয়স ৬৫ বছর এবং তিনি একজন হাজী মানুষ। তারা দ্বারা এমন কাজ করা কখনো সম্ভব নয়। এছাড়া উল্লেখিত ব্যক্তিদের সাথে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে তারা জঘন্য কার্যক্রম করেছে। আজিজ একজন ভূমিদস্যু, দখলবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। এছাড়া রিয়াজ, রাজ্জাক ও আবদার এলাকায় সর্বদা মারামারি, চাঁদাবাজী, অন্যের ঘের দখল, লুটতরাজ, বোমাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। বর্তমানে আমি ও আমার পরিবার অত্যন্ত মানবেতর জীবন যাপন করিতেছে। তিনি তার বৃদ্ধা স্বামীর বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে এবং চক্রান্তকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।##