উত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মসজিদের মুসুল্লীদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির উপদেষ্টা ডা: আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ নেছার উদ্দীন, সহ-সভাপতি এড. বসির উদ্দীন, সাধারণ সম্পাদক মো: রাশিদ হাসান চৌধুরী বাবুসহ অন্যরা।
বক্তারা বলেন অত্র এলাকার পর সম্পদ লোভী আব্দুল হালিম, সাঈদ চৌধুরী, লিয়াকত, আব্দুল হান্নান, মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি সিদ্দিক চৌধুরিসহ কয়েকজন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে বিজ্ঞ আদালতে মসজিদের জমিজমা সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ৫/২০২৫। মামলা খবর জানাজানি হওয়ার পর সকল মুসুল্লীদের মধ্যে দারুন ক্ষোভ বিরাজ করছে।
বক্তারা আরো বলেন, ১৯৬২ সালে বাদীদের পিতারা ৫ভাই মিলে ২০ শতক জমি মসজিদের নামের ওয়াক্ফ করে দেন। এছাড়া পরবর্তীতে ১৯৯৯ সালে তাদের মধ্যে থেকে (ছোট চাচা) সিরাজুল হক চৌধুরী মাদ্রাসার নামে ১৮.৭৫ শতক দান করেন। তারপর থেকে মসজিদের কমিটি সেটি দেখভাল করে আসছিল। ওই জমি থেকে আসা অর্থ মসজিদের কল্যানে ব্যায় হয়ে আসছিল।
বিগত ১৭ বছর ধরে উল্লেখিত ব্যক্তিরাই মসজিদ কমিটির দায়িত্ব পালন করে আসছিলেন। এবার তাদের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটি পূর্বের হিসাব চাইতে গেলে তাদের সাথে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ধরেই তারা আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। বক্তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

