নজরুল ইসলাম রাজু : পাটকেলঘাটায় ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন।
থানা সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মাদক সেবনরত অবস্থায় মনোহরপুর গ্রামের মোহম্মদ আলীর পুত্র ঈসাক আলী বিশ্বাস (২২), কুমিরা রাঢ়ীপাড়া গ্রামের নজরুল শেখের পুত্র ইমন শেখ (২১) ও কুমিরার সবুর মোল্লার পুত্র আব্দুল্লাহ মোল্লা (২৭)কে হাতেনাতে আটক করে তালা উপজেলা নির্বাহী কর্তকর্তার ভ্রাম্যমান আদালতে হাজির করে। পরে আদালতের বিচারক ফরিদ হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় দোষী সাব্যস্ত করে ঈসাক কে ২ মাস, ইমন ও আব্দুল্লাকে কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে।
পূর্ববর্তী পোস্ট