শেখ মমিন উদ্দীন : পাটকেলঘাটায় ৭ম শ্রেণির মেধাবী স্কুল ছাত্র নিশিত দত্ত (আকাশ) নিখোঁজের ১২ দিন অতিবাহিত হলেও আজও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোজের পর হতে তার পিতা-মাতা, আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও পুত্রকে না পেয়ে তার পিতা নিতাই দত্ত রবিবার বিকাল ৫টায় পাটকেলঘাটা ডাক বাংলোয় সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে হারিয়ে যাওয়া নিশিত দত্ত (আকাশ) এর পিতা পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী আশিক সাইকেল স্টোরের মালিক নিতাই দত্ত লিখিত বক্তব্যে বলেন, গত ২১ শে জুন সকাল সাড়ে ৬টার দিকে তার পুত্র যার আনুমানিক বয়স ১২ বছর পাটকেলঘাটা আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে অধ্যায়নরত অবস্থায় পাটকেলঘাটা বলফিল্ড মোড় সংলগ্ন আলিম স্যারের নিকট প্রাইভেট পড়তে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। এব্যাপারে ঐ দিনই পাটকেলঘাটা থানায় ৬০৯নং সাধারণ ডায়েরী করেন। এরপর নিকট আত্মীয় সহ পুত্রের সকল বন্ধুবান্ধবদের বাড়ি এবং এলাকার অধিকাংশ জায়গায় খোজ করেও পাওয়া যায়নি। এতে করে পুত্র হারানো পিতা-মাতা ও আত্মীয় স্বজনরা গভীর শংকার মধ্যে দিন অতিবাহিত করছেন। পুত্রকে না পেয়ে পরিবারের লোকজন আজ পাগলপ্রায়। এমতাবস্থায় সংশ্লিষ্ট প্রশাসন, গণমাধ্যমকর্মী, সুধীজন সহ সকলের প্রতি হারানো পুত্রকে ফিরে পাওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন। বক্তব্য শেষে নিতাই দত্ত তার পুত্রের সন্ধান পেলে ০১৭১২-৮১৩২০৭ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানান।
পূর্ববর্তী পোস্ট