কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে পুলিশের অভিযানে আটক ৫ জুয়াড়িকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক হেকমত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার উপজেলার রতেœশ্বরপুর গ্রামের আব্দুল হামিদের বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম সাজা প্রদান করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সাজা প্রাপ্তরা হলো ধলবাড়িয়া ইউনিয়নের রতেœশ্বরপুর গ্রামের মকবুল মোল্লার ছেলে আব্দুল হামিদ (৫০), মৌখালী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রজব আলী (৪২), মথুরেশপুর ইউনিয়নের প্রবাজপুর গ্রামের মৃত শামছুর গাজীর ছেলে মিলন হোসেন (২৬), রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে ফারুক হোসেন (৫৮) ও ভাড়াশিমলা ইউনিয়নের ঘোনা গ্রামের গৌরপদ সরকারের ছেলে দিলীপ সরকার (৪৫)।

