ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের হয়ে শুরুটা ভালো হল না তামিম ইকবালের। প্রথম ম্যাচে ‘লাকি সেভেন’ অর্থাৎ ৭ রান তুলে সাজঘরে ফিরেছেন তিনি। তার দল টস জিতে আগে ব্যাট করছে।
তামিম এদিন শুরুতে সাবধানে খেলতে থাকেন। ৬ ওভারের মাথায় প্রথম বাউন্ডারির দেখা পান, সেটি ছিল ছয়। মিলনের ঠিক পরের বলে ফের বড় শট খেলতে যেয়ে বোল্ড হয়ে যান। ৭ বলে ৭ রানের অবদান টাইগার উদ্বোধনীর।
আগের ম্যাচে ১ রানে হার। সেই হার থেকে জয়ের ধারায় ফিরতে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের ওপর ভরসা রাখে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। তাকে মূল একাদশে রেখেই মাঠে নামে তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে তামিমের দাপট দেখে নজর পড়ে এসেক্সের। সেখানে বসেই টি-টুয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পান। পরে দেশে ফিরে আট ম্যাচের জন্য দলটিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিরবেন দেশে।
এসেক্স নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার সারের বিপক্ষে নাটকীয়ভাবে হেরে যায়। প্রতিপক্ষের দেয়া ১৮৮ রানের লক্ষ্যে ২ রান দূরে থাকতেই ১৮৬ রানে থামে তারা। হারটি ১ রনের।
এসেক্স একাদশ: তামিম ইকবাল, রায়ান টেন ডেসকাট, রবি বোপারা, মোহাম্মদ আমির, বরুন চোপড়া, আসহার জাইদি, সিমন হার্মার, জেমস ফস্টার, জেমি পোর্টার, পল ওয়াল্টার, টম ওয়েস্টলি।