নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে শ্যালক নিখোঁজ হয়েছে। নিখোঁজ তাপস সূত্রধর ঢাকা জেলার ধামরাই থানার পরান সূত্রধরের পুত্র। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টর দিকে বাড়িতে থেকে বের হয়ে সে আর ফিরে আসে নি। মঙ্গলবার দিনভর বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার সন্ধ্যার পর এ ঘটনায় নিখোঁজের ভগ্নিপতি স্বর্ণ কারিগর কমল সূত্রধর কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং- ৪১১, তাং- ১১/৭/১৭ইং।
জিডি সূত্র ও নিখোঁজের ভগ্নিপতি কমল সূত্রধর জানান- কাজের সূত্রে তিনি দীর্ঘ প্রায় ৫বছর যাবত কলারোয়ায় বসবাস করছেন। তিনি ঢাকা জেলার ধামরাই থানার মৃত গোবিন্দ সূত্রধরের পুত্র। কলারোয়া বাজারের বাজারের বালা হাউস এন্ড জুয়েলার্সের স্বর্ণ কারিগর হিসেবে তিনি কর্মরত। পরিবারসহ তিনি বাসা ভাড়া নিয়ে থাকেন কলারোয়া ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি সামছুর রহমানের ডাকবাংলা এলাকার বাড়িতে। গত ৮জুলাই শনিবার তার শ্যালক তাপস সূত্রধর কলারোয়ার ভাড়া বাসায় বেড়াতে আসে। ভগ্নিপতি, বোন-ভাগ্নেদের নিয়ে ২দিন সে বেশ ভালোই সময় কাটায়। ১০ জুলাই রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ভগ্নিপতির কর্মস্থল বালা হাউস এন্ড জুয়েলার্সের দোকান থেকে বোন-ভগ্নিপতির ভাড়া বাসায় যাওয়ার জন্য সে বের হয়। কাজ শেষে গভীররাতে ভগ্নিপতি কমল সূত্রধর বাসায় ফিরে জানতে পারেন শ্যালক তাপস বাসায় ফেরেনি। তখন থেকে মঙ্গলবার দিনভর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সন্ধ্যার পরে শ্যালক তাপসের নিখোঁজের বিষয়টি অবগত করে কলারোয়া থানায় জিডি করেন ভগ্নিপতি কমল সূত্রধর।
২১বছর বয়সি নিখোঁজের গায়ের রং শ্যামলা। ওজন আনুমানিক ৭০কেজি। উচ্চতা ৫ফুট ৭ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিলো নেভিব¬ু রংএর জিন্স প্যান্ট ও কালো রংএর গেঞ্জি (টি-শার্ট)।
কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।