কলারোয়া ব্যুরো: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা সহায়তা কর্মসূচি সাতক্ষীরার কলারোয়ায় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১হাজার ২শত ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তাদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা সহায়তা হিসেবে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
কৃষি অফিসার মহাসীন আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এসএম আতিকুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, পৌর কাউন্সিলর প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, অধ্যাপক আবুল খায়ের, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাংবাদিক এমএ সাজেদ, জুলফিকার আলী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপ-সহকারী কৃষি অফিসার আলহাজ্ব আবুল হাসান।
পূর্ববর্তী পোস্ট