কলারোয়া ডেস্ক : শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্র হাফেজ মো.আরিফুজ্জামান আরিফ (২২) এর করুণ মৃত্যু ঘটেছে। নিহত আরিফুজ্জামান আরিফ কলারোয়া পৌরসভার মির্জাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান শেখ ধোনার পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, ভাইয়ের বাড়ি নির্মাণে রাজমিস্ত্রিদের ঢালাইকাজে পানি সরবরাহের জন্য পানির পাম্পে বিদ্যুৎ লাইন দেয়ার সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। মটর স্থাপনের জায়গাটি ভিজে থাকায় সুইচ দেয়ার সাথে সাথে সেখানে বিদ্যুৎ সৃষ্টি হয়ে তাকে ধরে ফেলে। আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেয়ার পথে তার করুণ মৃত্যু হয়। উল্লেখ্য, আরিফ সাতক্ষীরা পলিটেকনিক থেকে পাস করে ঢাকার একটি কলেজে (বিএসসি) ইঞ্জিনিয়ারিং ভর্তির অপেক্ষা করছিলো। মরহুমের পিতা আসাদুজ্জামান ধোনার স্বপ্ন ছিলো ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার হবে। কিন্তু সে স্বপ্ন স্বপ্নই থেকে গেলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, শুক্রবার বিকেল ৬ টায় মির্জাপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলাম, কলারোয়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আলহাজ্ব আবুল হোসেন, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহা. আইয়ুব আলী, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর কাউন্সিলর আকীমুদ্দীন আকি, মাওলানা আব্দুস সোবহান, জাতীয় পার্টি নেতা মুনছুর আলী, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আতাউর রহমান, মাওলানা আব্দুল বারী, আমানুল্লাহ আমান, আব্দুল কাদের, নজরুল ইসলাম, আব্দুল লতিফ, মরহুমের ভগ্নিপতি প্রমুখ। জানাযা নামাজ পরিচালনা করেন মাওলানা গোলাম রসুল শাহী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী। জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পূর্ববর্তী পোস্ট