আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরে একটি তক্ষক সাপসহ আন্তঃদেশীয় বন্যপ্রাণী পাচার চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদেও ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করে।
আটক পাচারকারীর নাম শহীদ শেখ। সে শ্যামনগর সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে।
পুলিশ জানায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে তক্ষক সাপ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা উপ-পরিদর্শক গোরাচাঁদের নেতৃত্বে পুলিশ ফুলবাড়ী গ্রামের শহীদ শেখের বাড়ী থেকে মাটির হাড়ির ভিতরে রক্ষিত তক্ষক সাপসহ তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভারতে তক্ষক সাপ পাচারের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক পাচারকারীকে বন্য প্রাণী আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।