ডেস্ক রিপোর্টঃ, শ্যামনগর সদরে চলছে রমরমা মাদক ব্যবসা। শ্যামনগর উপজেলা সদরেই চিহ্নিত মাদক সম্রাটদের দ্বারাই চলছে মাদক ব্যবসা। পূর্বে মাদক সম্রাটগন নিজেদের বাড়িতে বসে ব্যবসা পরিচালনা করলেও বর্তমানে প্রশাসনের চাপে তারা তাদের ব্যবসার পদ্ধতি পরিবর্তন করেছে। বর্তমানে মাদক সম্রাটগন তাদের নিজেদের বাড়িতে ব্যবসা না করে মোবাইল ফোনের মাধ্যমে মাদক সেবকদের সাথে যোগাযোগ করে ব্যবসা পরিচালনা করছে। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই উপজেলা পরিষদ পেরিয়ে কয়েকগজ যেতেই দেখা যায়, বাদঘাটা গ্রামের বিশিষ্ট নারী মাদক সম্রাজ্ঞী বিলকিচ বেগম (বিল্লু রানী) বাড়ির সন্নিকটে চিহ্নিত মাদক সেবকদের অহরহ আনাগোনা।
বিভিন্ন কৌশলে রাস্তায় দাড়িয়েই মাদক আদান প্রদান হয় বলে জানা যায়। মাদক সেবীরা মাদকের নেশার পয়সার যোগান দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। স্থানীয় পর্যায়ে আরো জানা যায় রাস্তা দিয়ে কোন ছেলে মেয়ে এক সাথে যেতে লাগলে অথবা কোন বিবাহিত দাম্পতি যেতে থাকলে তাদের গতিরোধ করে তাদের কাছে থাকা নগদ অর্থ,স্বর্ণালংকার,মোবাইল সহ অনান্য জিনিস ছিনতাই করে নিচ্ছে এ রকম নজির স্থানীয় মানুষের কাছে অহরহ।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী মোল্লার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, পুলিশের পাশাপাশি জনগনকেও এ বিষয়ে দেখের কর্তব্য আছে। মাদকের বিষয়ে আমার কাছে কোন প্রকার প্রশ্রয় নেই। এ বিষয়ে যদি কেউ আমার কাছে অভিযোগ করে আমি অবশ্যই ব্যবস্থা নেব।