ডেস্ক রিপোর্ট : গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। অসংখ্য মৎস্য ঘের প্লাবিত হয়েছে। সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন স্থানের অবস্থাও অত্যন্ত নাজুক।শেহরবাসীর এই দুরাবস্থার জন্য অবশ্য সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন নাগরিকরা। অপ্রতুল এবং একবোরেই পরিকল্পনাহীন ড্রেনেজ ব্যবস্থা, রক্ষণাবেক্ষণের অভাব, সময়মত উদ্যোগ গ্রহণ না করার কারণে শহরবাসী আজ নাকাল হচ্ছে।
ডেইলি সাতক্ষীরার মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ইন্টার্নশিপ প্রোগ্রামের ইন্টার্ন সোহেল পারভেজ শহরের বিভিন্ন স্থানেথেকে কিছু ছবি সংগ্রহ করেছেন। আশা করি এই ছবিগুলোই সাতক্ষীরা শহরবাসির জলমগ্নতার চিত্র কিছুটা হলেও বোঝাতে পারবে।