নিজস্ব প্রতিবেদক : এক মা কখনো আরেক মায়ের চোখের পানি সইতে পারে না। ডেইলি সাতক্ষীরায় সংবাদ প্রকাশের (বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার ১০ মাসের শিশু ইব্রাহীম) পর সাতক্ষীরা সদর হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডের ১নং বেড়ে মৃত্যুর মুখে থাকা শিশু ইব্রাহিমকে দেখতে যান সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার। এ সময় তিনি শিশু ইব্রাহিমের মায়ের হাতে চিকিৎসার জন্য সহায়তা তুলে দেন এবং চিকিৎসা সংক্রান্ত সার্বিক খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত সাংবাদিক আকরামুল ইসলাম, আল হুসাইন অমি, শিশুটির বাবা শেখ জয়নাল আবেদীনসহ আরো অনেকে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার বলেন, আমি আরো বিভিন্নভাবে সহযোগিতা করবো। আপনারা শিশুটির চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিন। এ সময় তিনি সমাজের বিত্তশালী ও হৃদয়বান মানুষের কাছে অসুস্থ শিশু ইব্রাহিমের জন্য সহায়তার আহব্বান জানান।
এর আগে শিশুটিকে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর উদ্যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহিদুর রহমান জানান, “বাচ্চাটির জন্মগত সমস্যা রয়েছে। গ্রালোনুমেটাস রোগে আক্রান্ত বাচ্চাটি। সাতক্ষীরা হাসপাতালে শিশুটির চিকিৎসা সম্ভব নয়। তবে ঢাকার কোন অত্যাধুনিক হাসপাতালে চিকিৎসা করালে বাচ্চাটি সুস্থ হয়ে যাবে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দেন।”
এর আগে গত মঙ্গলবার “বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার ১০ মাসের শিশু ইব্রাহিম” শিরোনামে সর্বপ্রথম ডেইলি সাতক্ষীরা’য় এবং পরদিন বৃহস্পতিবার দৈনিক আজকের সাতক্ষীরাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই শুরু হয় শিশুটির চিকিৎসার বিষয় নিয়ে তৎপরতা। শিশুটিকে চিকিৎসা করানোর জন্য যে কোন মুহূর্তে ঢাকাতে নেওয়া হবে।
এগার মাস বয়সী শিশু ইব্রাহিম সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের শেখ জয়নাল আবেদীনের ছেলে। শহরের বড় বাজার এলাকার ফল ব্যাবসায়ী বাবা ছেলের চিকিৎসার জন্য ইতোমধ্যে সবটুকুই শেষ করে ফেলেছেন। এরপর থেকেই অবহেলা আর অনাদরে শিশু ইব্রাহিমের মৃত্যুর প্রহর গুণছিলো পরিবারটি।
বাচ্চাটিকে সুস্থ করতে কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন বাচ্চাটির বাবা শেখ জয়নাল আবেদীন (০১৭১৯৪৮২২৯৯) এর সাথে।
পূর্ববর্তী পোস্ট