তোষিকে কাইফু : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট লেখক ও কলামিস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জি.এম তারিকুল ইসলাম সম্পাদিত “বঙ্গবন্ধু স্বাধীনতা বাংলাদেশ” নামক বইটি লেখক নিজে হাতে উপহার হিসেবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক আ ফ ম রুহুল হক এমপিকে প্রদান করেন।
এ সময় ডা. রুহুল হক বলেন, বঙ্গবন্ধু এবং স্বাধীনতা নিয়ে লেখা বইটি দেশের মানুষকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে। আমি নিজে বইটি পরবো এবং অন্যকে পড়তে উউৎসাহিত করবো। তিনি আরো বলেন লেখকের কাছ থেকে আরো ভালো গবেষণাধর্মী লেখা প্রত্যাশা করে তার সাফল্য কামনা করেন।
এ সময় বইটির লেখক জি এম তারিকুল ইসলাম বলেন, আমি সবসময় মুক্তিযোদ্ধা স্বাধীনতা এবং বাংলাদেশ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছি যাতে সকলে মুক্তিযুদ্ধকালীন সময়ের সঠিক ইতিহাস সকলে জানতে পারে। তিনি আরো বলেন,বর্তমানে তিনি জাতীয় চার নেতা নিয়ে একাটি গবেষণাধর্মী বই লিখছেন খুব শীঘ্রই বইটি পাঠকরা হাতে পাবে। সেই সাথে সকলের কাছে দোয়া কামনা করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য বিদায়ী উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক, সাংবাদিক তোষিকে কাইফু ও দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।