প্রেস বিজ্ঞপ্তি : হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন। জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশিস সরকার। অনুষ্ঠানে বক্তব্য দেন শহর সমাজসেবা অধিসার শেখ সহিদুর রহমান, রেজিস্ট্রেশন অফিসার ইমদাদুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, সমাজসেবা অফিসার আব্দুল আওয়াল, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল প্রমুখ।
৫০ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: হারুন-অর-রশীদ। উল্লেখ্য দুটি সেডে মোট ৫০ জন হিজড়া উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ১৭ জন প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই সেশিন, গরু ও ছাগল প্রদান করেন।