কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ৬ষ্ট বজলুর রহমান স্মৃতি আট দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্ট-২০১৬ এর উদ্বোধন হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টায় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবাল মাঠে এমআর ফাউন্ডেশনের সভাপতি ও টুর্নামেন্ট কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন ৬ষ্ঠ বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে যশোর জেলার শার্শা উপজেলার শেখ রাসেল স্মৃতি সংসদ ক্রীড়াচক্র এবং সাতক্ষীরা জেলার তালা উপজেলার সেন্টমেরী বেকহ্যাম স্পেটিং ক্লাব।
খেলাটি ১-১ গোলে অমিমাংশিত থাকায় রেফারি সরাসরি ট্রাবেকারে খেলার নিস্পত্তি করার সিদ্ধান্ত দেন। পরে ট্রাবেকারে শার্শা উপজেলার শেখ রাসেল স্মৃতি সংসদ ক্রীড়াচক্র ৪-২ গোলে তালার সেন্টমেরী বেকহ্যাম স্পেটিং ক্লাবকে পরাজিত করে। এবং টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
এ মাসে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, কলারোয়া থানার ওসি (তদন্ত) আখতারুজ্জামান, টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি এ্যাড. কামাল রেজা, থানা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, প্রভাষক আবুল খায়ের, সাবেক খেলোয়াড় রমজান আলী, প্রধান শিক্ষক আব্দুর রব, বদিউজ্জামান বিপ্লব প্রমুখ। দুর্যোগপূর্ণ আবহাওয়া’র মধ্যেও খেলাটি কয়েক হাজার দর্শক মাঠে বসে উপভোগ করে।
খেলা পরিচালনা করেন জিএম মাসুদ পারভেজ মিলন, মোশারফ হোসেন ও সাজু হালদার। এ সময় ধারাভাষ্যে ছিলেন, প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন ও আব্দুল ওহাব মামুন।
উল্লেখ্য, শুক্রবার ২য় খেলায় মুরারীকাটি মর্ডান স্টোর্পোটিং ক্লাব এবং সাতক্ষীরা পঞ্চমগ্রাম যুব সংঘ মুখোমুখি হবে। খেলাটি দেখার জন্য উপজেলার দর্শকদের উপভোগ করার জন্য কমিটির সদস্যরা অনুরোধ জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট