মাহফিজুল ইসলাম আককাজ : ‘সমাজসেবা যে জন করে, পা বাড়ালেই পূর্ণ বাড়ে’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক দেবাশিস, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক রওশন আরা জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান প্রমুখ। জেলার ৭২টি সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুকূলে ৭ লক্ষ ৬৫ হাজার টাকার চেক ও ২১ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে ১০ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।