মাহফিজুল ইসলাম আককাজ : ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদে সৌর প্যানেল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা পৌরসভা প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় প্রদত্ত এ সৌর প্যানেল বিতরণ করা হয়। এসময় পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর বলেন, ৯নং ওয়ার্ডের কোন এলাকার মানুষ অন্ধকারে থাকবেনা। আমার প্রত্যাশা সকল ঘর আলোকিত হবে। ‘সাতক্ষীরা পৌর সভার ৯নং ওয়ার্ডের ৫টি মসজিদে সৌর প্যানেল বিতরণ করা হয়েছে। এর আগেও কয়েকটি মসজিদ ও মন্দিরে সৌর প্যানেল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌর সভার অন্যান্য মসজিদ, মন্দির ও প্রতিষ্ঠানে সৌর প্যানেল বিতরণ করা হবে’ এসময় রসুলপুর পূর্বপাড়া জামে মসজিদ, পলাশপোল আহলে হাদিস জামে মসজিদ, মেহেদিবাগ খাদিজাতুল কোবরা জামে মসজিদ, বাস টার্মিনাল আমিনিয়া জামে মসজিদ, পলাশপোল আল আকসা জামে মসজিদের সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে এ সৌর প্যানেল তুলে দেন। সৌর প্যানেল বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর সভার শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহলী, সার্ভেয়ার মামুনার রশীদ, মসজিদের সভাপতি মহসিন আলী, কবির হোসেন, খান রবিউল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের ৫টি মসজিদে সৌর প্যানেল বিতরণ
পূর্ববর্তী পোস্ট