তালা প্রতিনিধি : মঙ্গলবার সকালে সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “কন্যা শিশু নির্যাতন” বিষয়ে বর্তমান প্রেক্ষাপট ও করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং বে-সরকারি সংস্থা উত্তরণ, তালা থানা ও তালা প্রেসক্লাবের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুভাষ চন্দ্র সাহা। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আতিকুল হক, সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবীর, তালা থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, আনিসুর রহিম এবং তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু।
এ সময় কন্যা শিশু নির্যাতন বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থান করেন দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী। পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তালা উপজেলার গোপালপুর আম বাগানে ইকো পার্কের উদ্বোধন, স্বাস্থ্য সেবা কার্ড বিতরণসহ কয়েকটি গুরুত্বপূর্ন স্থাপনা পরিদর্শন ও উদ্বোধন করেন।
তালায় কন্যা শিশু নির্যাতন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট