শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে সর্বহারা দলের প্রধান পরিচয়ে মোবাইল ফোনে টাকা চেয়ে একাধিক ব্যক্তিকে হুমকি দেওয়া। গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১২- ৫৫ মিনিট পর্যন্ত সময়ে একই মোবাইল নং থেকে একাধিক ব্যক্তির কাছে মোটা অংকের টাকা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। যাদেরকে টাকা চেয়ে হুমকি দেওয়া হয় তাদের মাধ্যমে জানাযায়, নিজেকে উত্তর বঙ্গের সর্বহারা দলের প্রধান এবং নাসির নাম পরিচয়ে ০১৬১৭-৭৭৩৩৪৩ নং মোবাইল ফোন থেকে সকাল ১১-১০ মিনিটে প্রথমে ফোন আসে উপজেলা সদরের বাদঘাটা গ্রামে স্থায়ী ভাবে বসবাস কারী বিশিষ্ট চিংড়ি চাষী শেখ আব্দুস ছবুর বাবলুর কাছে। তাকে বলা হয় আমাদের শতাধিক সদস্য কারাগারে আছে, তাদের পিছনে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। এই মুহুর্তে ২২ লক্ষ টাকা দিতে হবে, টাকা না দিলে পরিবারের সদস্যদের উঠিয়ে নেওয়া হবে এবং জীবন নাশের ও হুমকি দেওয়া হয়। এই দাবির টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর দাবি জানানো হয়। বিকাশ নং টি মোবাইলএর মাধ্যমে জানানো হয়, নম্বর টি ছিল ০১৯৩৩-২৪১৯৭৪ ঠিক একই ভাবে সকাল ১১-১৫ মিনিটে একই মোবাইল নং থেকে উপজেলা সদরের মৃত হাজী সোহরাব হেসেনের পুত্র জিএম আব্দুল কাদেরের কাছে ও ২২ লক্ষ টাকা এবং নকিপুর গ্রামের মৃত শিবপদ চক্রবর্তীর পুত্র শ্রী দুর্গাপদ চক্রবর্তী এর কাছেও একই অংকের টাকা দাবি করা হয়। এছাড়াও ইসমাইল পুর গ্রামের মৃত আলহাজ্ব আব্দুল জলিলের পুত্র ঠিকাদার আব্দুর রশিদের কাছে ও ৫ লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিলে সকলের জন্য একই ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়। এঘটনায় গতকাল শ্যামনগর থানায় ১৮৫ ও ১৮৬ নং সাধারণ ডায়েরি করা হয়েছে।