পাইকগাছা ব্যুরো : পাইকগাছা-কয়রা সড়কে সংস্কার কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সড়কের দু’ধারে গাইড হ্যাজিংয়ে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন হলে সংশ্লিষ্টরা ঐ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। জানাগেছে, পাইকগাছা-খুলনা ও পাইকগাছা-কয়রা অভিমুখী সড়কে আলমতলা কালভার্ট পর্যন্ত সংস্কার কাজে নির্ধারিত কৃষি কলেজের স্থানে সড়কের দু’ধারে গাইড হ্যাজিংয়ে খুবই নিম্নমানের ইট বসানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন সরেজমিনে গিয়ে গাইড হ্যাজিংয়ের কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানান। এ বিষয়ে তিনি মঙ্গলবারে অনুষ্ঠেয় আইনশৃংখলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে মতামত ব্যক্ত করেছেন। এ বিষয়ে ঐ ঠিকাদারী প্রতিষ্ঠানের লাইন সুপারভাইজার লুৎফর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান নিম্নমানের ইটের অভিযোগ করায় কাজ বন্ধ করে দিয়েছি এবং ভালো ইট এনে কাজ করা হবে বলে জানান।
পূর্ববর্তী পোস্ট