স্পট ফিক্সিং কাণ্ডে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হলেন পাকিস্তানি ওপেনার শারজিল খান। পাকিস্তান সুপার লীগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে করা মামলায় দেশটির দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল বুধবার তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি বিরোধী নিয়ম ভঙ্গ করায় গত ফেব্রুয়ারিতে আরেক ওপেনার খালিদ লতিফসহ ২৮ বছর বয়সী শারজিলকে সাময়িক নিষিদ্ধ করা হয়।
তিন সদস্যের ট্রাইব্যুনালের প্রধান আসগত হায়দার বলেন, ‘শারজিলকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে আড়াই বছর সাময়িক নিষিদ্ধ থাকবে।
‘তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ আমরা তদন্ত করেছি এবং সত্যতা পেয়েছি। ’
পিসিবির খেলোয়াড় বিধি অনুযায়ী কোনো শাস্তির বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে আপিলের সুযোগ পাবে খেলোয়াড়রা।
শারজিল ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে স্পট ফিক্সিংসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এর মধ্যে মোহাম্মদ ইরফান জুয়ারিদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করলে তাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ ও এক লাখ রুপি জরিমানা করা হয়।
আরেক ওপেনার খালিদ লতিফের মামলার রায় আগামী মাসে ঘোষণা করা হতে পারে।