শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের ভুরুলিয়ার মাজাট গ্রামে জামায়াত শিবির পরিবার থেকে যুবলীগ নেতা হওয়ার চেষ্টায় দৌড় ঝাপ শুরু করেছে। এ নিয়ে নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অথচ ঐ পরিবারের ২ জন সদস্যের বিরুদ্ধে সরকারের ভাব মূর্তি ক্ষুন্ন ও সরকারি প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করার ষড়যন্ত্রে সমবেত হওয়ার অপরাধে শ্যামনগর থানায় মামলা হয়েছে। যার মামলা নং ০১। শ্যামনগর থানার এস, আই আরিফুর রহমান মামলাটি দায়ের করেন। মামলা সুত্রে প্রকাশ, গত ১ অক্টোবর রাত্রে মাজাট গ্রামের শেখ জিয়াদ আলীর পুত্র শেখ আব্দুর রউফ এর বাড়ীতে জামায়াত ইসলামী সংগঠনের কতিপয় ব্যক্তি সরকারের ভাব মুর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ক্ষতি সাধনের জন্য বৈঠক করে। এ সময় শ্যামনগর থানার পুলিশ বৈঠক থেকে শেখ আব্দুর রউফকে আটক করলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এঘটনায় মাজাট গ্রামের শেখ জিয়াদ আলীর পুত্র শেখ আব্দুর রউফ, শেখ রুহুল আমিন সহ ৯ জনকে নামধারী আসামি করে মামলা হয়। মাজাটে জামায়াত শিবির পরিবার শেখ জিয়াদ আলীর পুত্ররা। যার কারণে জিয়াদ আলীর ২ পুত্র ঐ মামলায় আসামি হয়। এলাকা সুত্রে প্রকাশ, ঐ জিয়াদ আলীর পুত্র শেখ আব্দুর রব ভূরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হওয়ার জন্য বিভিন্ন স্থানে দৌড় ঝাপ শুরু করায় আ’লীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জামায়াত পরিবারের মধ্যে থেকে শেখ আব্দুর রব যুবলীগের মত গুরুত্বপূর্ণ পদ পেলে দলের মধ্যে ক্ষোভ বাড়বে বলে একাধিক সুত্রে জানিয়েছে।
পূর্ববর্তী পোস্ট