আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের হাত থেকে একাধিক মামলার আসামী ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাকে প্রধান আসামী করে ৫৪ জনের নামে একটি মামলা দায়ের হয়েছে। আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) নয়ন চৌধুরী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
তবে স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রফিকুল ইসলাম বুলির নেতৃত্বে প্রতাপনগর ইউনিয়নের হরিসখালি এলাকায় পাউবো’র ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ মেরমাতের কাজ করা সময় আশাশুনি থানা পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করলে ক্ষুব্ধ জনগণ কাজ বন্ধ করে দেয়। গ্রেফতারের কারন জানতে চাইলে অভিযোগ আছে বলে জানান এস আই নয়ন চৌধুরী। এসময় শত শত নারী পুরুষ তাকে গ্রেফতারে বাধা দেয়। এক পর্যায় জনরোসের মুখে পড়ে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসলেও জনগণ বাঁধ মেরমাতের কাজ বন্ধ করে দেয়। এদিকে বাঁধ মেরামতের কাজ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ জনগণ ফেরার পথে হরিসখালি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তালতলা বাজার এলাকায় এসআই নয়ন চৌধুরীসহ তার সঙ্গীয় ফোর্সদের ঘিরে ধরে বাঁধ মেরামতরে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। এসময় জনরোষের মুখে এসআই তার হাতে থাকা রিভলবর উচিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় হুড়োহুড়ি মধ্যেপড়ে এসআই নয়ন চৌধুরী হাতে সামান্য ব্যাথা পান। এক পর্যায় দারোগা সঙ্গীয় ফোর্সদের নিয়ে ঘটনাস্থল থেকে চলে আসেন।
তবে উপপরিদর্শক (এসআই) নয়ন চৌধুরী জানান, একাধিক মামলার আসামি রফিকুল ইসলাম বুলিকে গ্রেফতারের জন্য তারা তালতলা বাজারে আসেন। গ্রেফতারের আগেই তাদের ওপর হামলা করে বুলির লোকজন। এতে তিনি নিজে, এএসআই তুহিন, কনস্টেবল জাহাঙ্গির ও কনস্টেবল মুস্তাফিজ আহত হন। এঘটনায় এসআই বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
আশাশুনি থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন বলেন, সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে আসামী রফিকুল ইসলাম বুলিকে ৫৪ জনের নাম উল্লেখ করে দুইশ থেকে আড়াইশ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।